কত স্পীডের ইন্টারনেট লাইন থেকে কত স্পিডে ডাউনলোড করতে পারবেন!
আমরা সাধারনত যে লাইন নিয়ে থাকি সেগুলো বিট হিসাবে থাকে। বাইট হিসাবে থাকেনা না। যেমনঃ 1 Mbps , 2 Mbps , 4 Mbps। এখানেঃ Mbps = মেগাবিট পার সেকেন্ড ; অর্থাৎ পরটি সেকেন্ডে কত মেগাবিট ট্রান্সফার হচ্ছে সেটা। যেমনঃ 1 Mbps দিয়ে বোঝায় প্রতি সেকেন্ডে এক মেগাবিট করে ডাউনলোড করা যাবে।
চলুন বিট এবং বাইটের কিছু হিসাব দেখে নেওয়া যাক।
B= Byte (বাইট) এবং b=bit(বিট)
MB = Megabyte ; Mb = Megabit
KB = Kilobyte ; Kb = Kilobit
-----------------------------------------------
8 b = 1 B
1024 B = 1 KB ; 1024 KB = 1 MB ;
1024 b = 1 Kb ; 1024 Kb = 1 Mb
অর্থাৎ, আমরা বলতেই পারি B ≠ b । একই ভাবেঃ MB ≠ Mb এবং KB ≠ Kb!
আমরা যে ফাইলগুলো ডাউনলোড করি সেগুলো বিট আকারে খুব কমই থাকে। বিট অনেক ছোট একটা হিসাব। সাধারনত আমরা যে ভিডিও বা গানই ডাউনলোড করি না কেন সেগুলো বাইট হিসাবে থাকে। খেয়াল করে দেখবেন সেগুলো বড় হাতে B দিয়ে হয়ে থাকে সাইজ (যেমনঃ 5 MB)। অর্থাৎ বাইট- এর ফাইল হয়। তাহলে, সাধারণ হিসাবে এমরা বাইট-এ ফাইল নামাচ্ছি। যার জন্য অনেকে না বুঝে মনে করেন পুরো স্পীড পাচ্ছেন না ডাউনলোডের সময়। চলুন হিসাব করে দেখা যাক ! কত মেগাবিটের লাইন দিয়ে কত ডাউনলোড স্পীড পাচ্ছেন।
আপনার লাইনের স্পিডের সাথে ১০২৪ গুন করুন। এরপর সেটা ৮ দিয়ে ভাগ করুন। তাহলে কত স্পিডে (বাইট হিসাব) ডাউনলোড দিতে পারবেন সেটা বের করতে পারবেন।
আমি কিছু বের করে দেখাচ্ছিঃ
1 Mbps = 1024 Kb/s = (1024/8)KB/s = 128 KB/s
2 Mbps = 2048 Kb/s = (2048/8) KB/s = 256 KB/s
4 Mbps = 4069 Kb/s = (4069/8) KB/s = 512 KB/s
6 Mbps = 768 KB/s 10 Mbps = 1280 KB/s
** এগুলো সকল সাধারণ সার্ভার থেকে ডাউনলোড এর জন্য এই স্পিডটি পাবেন ।
ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিড একই হয় না। দুইটা আলাদা আলাদাভাবে দিয়ে থাকেন ISP provider-রা।
এছাড়া বিশেষ কিছু সার্ভারের জন্য আলাদা করে স্পিড নির্ধারিত থাকে । যেমনঃ BDIX, Youtube, Google Play Store, Netflix । যার জন্য উপরে উল্লেখিত হিসাবের বাহিরে সেই সার্ভারগুলো থেকে স্পিড পাওয়া যায়।***
Speed check korar jonno aitai ki best naki aro valo speed checker asa....?
উত্তরমুছুনএটাই প্রকৃত পদ্ধতি আপনার ইন্টারনেট লাইনের স্পিড বের করার জন্য। তবে, আপনি কি সম্পূর্ণ স্পিড পাচ্ছেন কিনা সেটা জানার জন্য টুল ব্যবহার করতে পারেন। এরকম একটি টুল হল ovh.net । OVH বাদেও আরও কিছু টুল আছে। অনেকে fast.com ব্যবহার করে। তবে fast.com এ সঠিক স্পিড দেখায় না। সেখানে হয় ক্যাশ করা স্পীড শো করে অথবা NERFLIX থেকে আপনার Device এ কত স্পিড পাচ্ছেন সেটা দেখাবে। তাই,ovh ব্যবহার করে দেখতে পারেন। আমরা পরবর্তীতে আরও কিছু টুল শেয়ার করার চেষ্টা করব যেগুলো সঠিক স্পিড দেখায়।
মুছুনধন্যবাদ আপনার মুল্যবান প্রশ্নের জন্য।
Renew your subscription to regain access to all of our unique, ad-free examine tools. The free trial interval is the primary 7 days of your subscription. Join the million supporters who stand with us in taking motion for our planet. In this outstanding forest that stretches 쏘걸 from Oregon into Alaska, Indigenous Peoples and local communities are main the way way|the means in which} in showing that conservation and local weather motion can be carried out a unique way|in another way}.
উত্তরমুছুনOnline wagering generates about 11 percent of the income of on line casino games, however it's taxed at the next rate, so it accounts for 19 percent of $150 million in state tax income raised thus far this yr. Unfortunately, online or mobile sports activities betting aren't yet out there, with these 점보카지노 involved with the method of launching online sports activities betting hoping to have some mobile websites stay later this yr. Maryland’s Sports Wagering Application Review Commission has reported that mobile sports activities betting shall be out there before anticipated. It’s decided to let online sportsbooks begin working as soon as they’re licensed as a substitute of constructing them wait to launch collectively.
উত্তরমুছুন