ব্রেকিং নিউজ

BIN বা Bank Identification Number কী?

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা BIN এর নাম শুনেন নি। আবার অনেকেই আছেন BIN এর নাম শুনেছেন এবং ব্যবহার পর্যন্ত করেছেন কিছু কিছু ক্ষেত্রে। কিন্তু পরিষ্কার কোনো ধারনা নেই এই BIN জিনিস টি কি।

BIN কী?
BIN এর পূর্ণ রূপ হল Bank Identification Number। Credit বা Debit card এর প্রথম ছয়টি ডিজিট-ই হল BIN। মজার ব্যাপার হল আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের credit/debit card থাকা সত্ত্বেও BIN এর নাম শুনেন নি। অর অন্য দিকে,  credit/debit card নেই এমন ব্যক্তি BIN এর নাম শুনেছেন এবং ব্যবহারও করে ফেলেছেন।


তো এই ছয় ডিজিটের কাজ কি সেটা BIN এর পূর্ণ রূপ দেখেই বোঝা যাচ্ছে। এটি মূলত আপনার credit/debit card টি কোন ব্যাংক- এর সেটার পরিচয় বহন করে। কেবল যে ব্যাংকের পরিচয় বহন করে এমন না।

BIN পরিচিতিঃ 
BIN-এর প্রথম ডিজিটটি পরিচয় বহন করে এটি কি ধরনের ইন্ডাস্ট্রি এর জন্য বানানো কার্ড। এই প্রথম ডিজিটটিকে বলা হয় MII(Major Industry Identifier) এগুলোর মধ্যে কয়েকটা হচ্ছেঃ

  • ‌Airline
  • ‌Banking
  • ‌Travel
যেমনঃ VISA card-এর শুরুটা 4 দিয়ে।
এবং পরবর্তী পাঁচটি ডিজিট পরিচয় বহন করে কার্ডটি কোন ব্যাংক বা কোন ইন্সটিটিউশন থেকে দেওয়া হয়েছে।

BIN যেভাবে কাজ করেঃ

BIN এর অনুমতি দিয়ে থাকে ও ডেভেলপ করে American National Standards Institute এবং International Organization for Standardization (ISO)। ক্রেডিট/ডেবিট কার্ড এর দ্বারা টাকা আদান প্রদানের বিষয়টির ক্ষেত্রে কোন ব্যাংক থেকে লেনদেন হচ্ছে এই বিষয়টি BIN দ্বারা বোঝা যায়।  একজন ক্রেডিট/ডেবিট কার্ড ধাৃরী ব্যক্তি এখন অনলাইনে ক্রেডিট/ডেবিট কার্ড দিয়ে লেনদেন বা কিছু কিনতে যায় তখন BIN এর এই ডিজিটগুলোর মাধ্যমে মার্চেন্ট যে তথ্যগুলো পেয়ে থাকেঃ

  • ‌কোন ব্যাংক থেকে টাকা লেনদেন হচ্ছে
  • ‌ব্যাংক ঠিকানা
  • ‌ব্যাংক ফোন নম্বর
অর্থাৎ BIN মূলত card এর ব্যবহারকারী দ্বারা প্রদত্ত ঠিকানা যাচাই করে থাকে। সেক্ষেত্রে যে ডিভাইস-টি দ্বারা card টি ব্যবহার হচ্ছে সেটার অবস্থান ও ব্যাংকের ঠিকানা একই দেশের হওয়া বাঞ্ছনীয়।

সারসংক্ষেপঃ

  • BIN ছয় ডিজিটের হয়ে থাকে। 
  • BIN দ্বারা অনলাইনে টাকা লেনদেনের মূল্যায়ন করা হয় এবং লেনদেনের এক্সেস দিয়ে থাকে।
  • BIN একই সাথে একাধিক লেনদেনের দ্রুততার সাথে সম্পন্ন করতে সাহায্য করে। 

কোন মন্তব্য নেই