ব্রেকিং নিউজ

Emulator কী এবং কেন?

Emulator (ইমুলেটর) কী?
Emulator হচ্ছে Android Applications (apk file executor) চালানোর জন্য PC Software। 

কেন Emulator (ইমুলেটর)-এর প্রয়োজন? 
Computer OS (Operating System) এ সরাসরি Android Apps চলে না। যেমনঃ Windows OS এর জন্য exe,msi extension file গুলোই execute হয়। ঠিক একই ভাবে প্রত্যেকটি অপারেটিং সিস্টেমের নিজ নিজ extension আছে, তাদের native software/application চালানোর জন্য। যেখানে সরাসরি অন্য অপারেটিং সিস্টেমের apps কখনই run/execute হবে না। 

এক্ষেত্রে, আমরা অন্য একটি সফটওয়্যার এর সাহায্য নিয়ে থাকি। তো Android Apps, PC এর OS গুলোতে চালানোর জন্য যে সফটওয়্যার সিস্টেমটির সাহায্য আমরা নেই, সেটিকে Emulator বলে। 

Emulator Windows OS, Linux Distor ,macOS এর মত জনপ্রিয় OS গুলোর জন্য পাবেন। 

কিছু emulator এর নামঃ 

-> LDPlayer.
-> Android Studio’s emulator
-> ARChon
-> Bliss OS
-> Bluestacks
-> GameLoop
-> Genymotion
-> MEmu
-> Nox
-> Phoenix OS
-> PrimeOS
-> Remix OS Player
-> Xamarin
-> YouWave

কোন মন্তব্য নেই