দৈনন্দিন জীবনে স্মার্টফোন ব্যবহারে যেসকল বিষয়ে সতর্ক না হলেই নয়
আমরা আমাদের দৈনন্দিন জীবনে মোবাইল ফোন কত রকম করেই না ব্যবহার করি আসছি। তবে সে ব্যবহারের ক্ষেত্রে যদি সামান্য পরিমাণ সতর্ক হওয়া যায় তবে সেটা মন্দ হয় না। কেননা সতর্ক থাকার চেয়ে উত্তম আর কিছু হয়না।
আর তাই আজ মোবাইল ফোন/স্মার্টফোন ব্যবহারে কিছু টুকটাক সাজেশন নিয়ে হাজির হলাম। আশা করি আপনারা উপকৃত হবেন।
- মোবাইল ফোন কয়েক দিন পর পর রিস্টার্ট দিন অথবা কিছুক্ষণ বন্ধ রেখে তারপর সচল করুন।
- মোবাইলের ক্যামেরা লেন্স যেখানে সেখানে অবস্থানরত অবস্থায় মুছবেন না। যে কাপড়ে দিয়ে পরিষ্কার করবেন সেটাতে ধুলা/বালি জড়িয়ে থাকতে পারে যেটা লেন্সে স্ক্র্যাচ ফেলাতে সক্ষম। তাই পাবলিক প্লেসে বা রাস্তা ঘাটে অবস্থানরত অবস্থায় লেন্স না মোছা শ্রেয় ।
- মোবাইল কভার ব্যবহার করলে কিছু দিন পর পর সেটা খুলে পরিষ্কার করে আবার লাগান। অন্যথায় মোবাইলের বডিতে দাগ পড়ে যাবে।
- মোবাইলের চার্জিং পোর্টে ময়লা জমাওটা স্বাভাবিক। তাই অনেক দিন পর পর নিজ দায়িত্বে সাবধানতার সহিত পরিষ্কার করে নিতে পারেন। এ ক্ষেত্রে সূচের মত চিকন পিন বা এরকম অন্য কোনো বস্তুর সহায়তা নিতে পারেন।
- তিন মাসে কমপক্ষে একবার মোবাইলের ব্যাটারি ক্যালিব্রেট করে নিন। মোবাইলের চার্জ চালাতে চালাতে empty করে আবার সেটা ১০০% করে তারপর চালান। এটাকেই ব্যাটারি ক্যালিব্রেশন বলে।
- মোবাইলের চার্জার চার্জ শেষ হওয়ার পর বৈদ্যুতিক সংযোগ থেকে বিচ্ছিন্ন করে রাখুন। এতে চার্জার বৈদ্যুতিক জনিত সমস্যা থেকে রক্ষা পাবার সুযোগ বৃদ্ধি পাবে।
- অনেকে সিম/মেমোরি ট্রে খোলার জন্য আল-পিন, সেপ্টি-পিন, সূচ ব্যবহার করেন। এগুলো ব্যবহার করার পূর্বে পিন/সূচের মাথা বোতা করে নিন(ধারালো থাকলে সেটা ভিতরে থাকা লক নষ্ট করে ফেলতে পারে)। আর নরম কোনো বস্তু যেমনঃ শলার কাঠি ,এগুলো ভুলেও ব্যবহার করবেন না। ভিতরে ভেঙে আঁটকে গেলে বিপদে পড়ে যাবেন।
- অবশ্যই সব সময় গ্লাস প্রোটেক্টর ব্যবহার করবেন। কেননা একটি ভুল সারা জীবনের জন্য অনুসচনা হতে পারে। প্রোটেক্টর ছাড়া ডিসপ্লেতে খুব সহজেই স্ক্র্যাচ পড়ে যেতে পারে এবং হাত থেকে পড়ে গেলে ডিসপ্লে ভাঙার সুযোগ বেড়ে যায়।
- ডিসপ্লে প্রটেক্টির হিসেবে অবশ্যই গ্লাস ব্যবহার করুন। প্লাস্টিক, চাঁচ, এই ধরনের যে সকল দ্রব্য দিয়ে প্রটেক্টর তৈরি হয়, সেগুলো ব্যবহার করা থেকে বিরত থাকুন। কেননা হাত থেকে পড়ে গেলে ডিসপ্লেতে যদি চাপ পড়ে সেক্ষেত্রে গ্লাস প্রোটেক্টর হলে সেটা ভেঙে গিয়ে সেই চাপ প্রতিরোধ করতে সক্ষম হয়। কিন্তু অন্য দ্রব্য সেই সম্পূর্ণ চাপটি নিজে নিতে সক্ষম হয়না, ফলে ডিসপ্লেতে ফাটল বা টাচে ফটলের সৃষ্টি হয়।
আজ এই পর্যন্ত । দেখা হবে নতুন কোনো পোস্টে। আপনি ফোন ব্যবহারের ক্ষেত্রে আমার দেওয়া পয়েন্টগুলোর বাহিরে আর কি কি সতর্কতা অবলম্ববন করেন সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।
What are the best casino games to play with the - DrmCD
উত্তরমুছুনThe Best Casino Slots for December 2021 · 1. Red Dog – the original slot 성남 출장마사지 machine 천안 출장마사지 · 2. 군포 출장샵 Rainbow Riches – 오산 출장마사지 the original slot machine 오산 출장샵 · 3.