নিয়ে নিন MEGA-এর Pro Lite Package পুরো এক বছরের জন্য বিনামূল্যে
তবে, MEGA-তাদের Education program এর under-এ সকল শিক্ষক এবং শীক্ষার্থীদের জন্য এক বছরের জন্য Pro Lite প্যাকেজটি দিচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে।
এই প্যাকেজের অধীনে থাকছেঃ
- 400 GB Cloud Storage
- 12 TB Data Transfer (Bandwidth)
যেভাবে প্যাকজটির জন্য Apply করবেনঃ
যেহেতু প্রোগ্রামটি শুধু মাত্র শিক্ষক এবং শীক্ষার্থীদের জন্য সেহেতু আপনাকে এই প্রোগ্রামের অধীনে প্যাকেজটি নিতে হলে আপনাকে অবশ্যই এই দুই ক্যাটাগরি এর মধ্যে থাকতে হবে। প্যাকেজটি নিতে হলে আপনার একটি ইমেইল একাউন্ট থাকা লাগলে । কারণ এটা ইমেইলের মাধ্যমে এপ্লাই করতে হয়। এর জন্য edu mail হলে ঝামেলা ছাড়াই করতে পারবেন।
যে ইমেইল এ মেইল করবেনঃ education@mega.nz
বিষয়ঃ MEGA Education Program / MEGA Pro Lite for Student/ MEGA Pro Lite for Teacher
বিস্তারিতঃ এখানে আপনি আপনার পরিচয় দিবেন(Teacher/student) সংক্ষেপে এবং কেন আপনি এই প্যাকেজটি নিতে চাচ্ছেন সেটার একটি সংক্ষিপ্ত বর্ননা।
আর যাদের edu mail নেই তারা ব্যক্তিগত মেইল দিয়ে এপ্লাই করতে হলে আপনাকে তাদের কাছে মেইল করার সময় Student/Teacher ID card পাঠাতে হবে। সেক্ষেত্রে আপনার teacher/student ID কার্ডটি attachment এর সাথে প্রেরণ করবেন। ভুয়া পরিচয় পত্র দেওয়া থেকে বিরত থাকার অনুরোধ থাকবে।** [তবে এ পদ্ধতি কাজ করবে কিনা সেটা আমি ১০০% গ্র্যারান্টি দিতে পারবো না। কয়েকটা জায়গায় দেখলাম এই পদ্ধতি রেফার করা আছে।]
আবেদনের পর-পরই আপনাকে একটি Ticket number দিবে যেটা আপনার আবেদনের ট্র্যাকিং নম্বর। এরপর আপনার আবেদনটি তাদের সাপোর্ট টিম দেখে কয়েক ঘন্টার কিংবা কয়েক দিনের মধ্যে আপনাকে তারা তাদের সীদ্ধান্ত জানাবে। যদি আবেদনটি গ্রহণযোগ্যতা পায় তাহলে একটি কুপন কোড পাঠাবে। আর এই কুপন কোডের মাধ্যমে আপনি এক বছরের জন্য তাদের ক্লাউড স্টোরেজ ব্যবহার করতে পারবেন বিনামূল্যে।
উলেখ্য যে আপনি এই কুপন কোডটি MEGA এর যেকোনো একাউন্টে এপ্লাই করতে পারবেন। edu mail দিয়েই একাউন্ট থাকা লাগবে এমন কোন বাধ্যবাধকতা নেই। একটি কুপন কোড কেবল মাত্র এক বারই ব্যবহার করা যাবে।
MEGA এর কিছু গুরত্বপূর্ণ লিংকঃ
MEGA একাউন্ট খুলুনঃ MEGA
MEGA Mobile App: MEGA Mobile
MEGA Desktop App: MEGA Desktop
কোন মন্তব্য নেই