ব্রেকিং নিউজ

ডার্ক মোডে ব্রাউজ করুন সকল ওয়েবসাইট


আমাদের অনেকের কাছেই ডার্ক মোড টা ভাল লাগে। এর পিছনে একটা কারণ থাকা নিতান্তই স্বাভাবিক। আর সেই কারণটি হল ডার্ক মোড অনেক সময় চোখে বেস আরাম বোধ হয়। যেমন অন্ধকার পরিবেশে ডার্ক মোডটা বেস কার্যকর। 
এই পদ্ধতিটি কেবল মাত্র Chromium Based ওয়েব ব্রাউজারের জন্য প্রযোজ্য। এর মধ্যে যে ব্রাউজারগুলো পড়েঃ
  • Google Chrome
  • Brave
  • Microsoft Edge 
এই পদ্ধতিতে Facebook, Instagram, Google থেকে শুরু করে প্রায় সকল ওয়েবসাইট-ই ডার্ক মোডে ব্রাউজ করা যায়। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে ডার্ক মোড কার্যকর করা যায় আমাদের ডিভাসের ওয়েব ব্রাউজারের জন্য। 
পদ্ধতিঃ 
স্টেপ ১ঃ ব্রাউজার ওপেন করুন।
স্টেপ ২ঃ ব্রাউজারের ওয়েব এড্রেস লেখার বক্সে এই লেখাটা কপি করে পেস্ট করুন অথবা টাইপ করুন। অতঃপর Enter এ চেপে প্রবেশ করুন। 
স্টেপ ৩ঃ Force Dark Mode for Web Contents অপশনটি Default মোড থেকে পরিবর্তন করে Enable করে দিন। 

স্টেপ ৪ঃ ওয়েব ব্রাউজারটি Relaunch করুন। Android ডিভাইস হলে Recent/Task থেকে ওয়েব ব্রাউজারটি মুুুুছে ফেলুন।  অতঃপর ব্রাউজারটি পুনরায় ওপেন করে  ইচ্ছা মত ওয়েবসাইট এ ঢুুুুকে ডার্ক মোড উপভোগ করুন। 

কোন মন্তব্য নেই