ব্রেকিং নিউজ

ইমেইল পেয়ে কোটিপতি!


প্রযুক্তির এই যুগে চিঠি-পত্রের বিকল্প পন্থা হল ই-মেইল বা ইলেকট্রিক মেইল (বৈদ্যুতিক চিঠি)। আর এই ই-মেইল কে কখন কোথার থেকে পাঠাচ্ছে সেটা বুঝে ওঠাও বেস দায়। একবার ব্যক্তিগত ই-মেইল এড্রেসটি লিক(উন্মুক্ত) হয়ে গেলেই হল। হর-হামেসাই spam folder-টি ভরপুর থাকবে! এতে করে অনেক সময় গুরুত্বপূর্ণ ই-মেইলটি হয়ে যায় হাত ছাড়া। আর আমরা অনেকেই সহজে মানুষকে বিশ্বাস করি বিধায় পরে যাই মাঝে মাঝে মহা ঝামেলায়। আর সেরকমই একটা উড়ো বৈদ্যুতিক চিঠির ব্যাপারে আজ আলোচনা করবো।

একদিন জনাব মোসাদ্দেক তার ই-মেইল চেক করতে গিয়ে একটা বিশাল ই-মেইল বার্তার সন্ধান পেলেন তার ইনবক্সে। পড়ে নিলেন পুরোটা। যার সারমর্ম ছিল এমন "একজন বৃদ্ধ ভদ্র মহিলা অস্টিকা। অস্টিকা একজন পরদেশী এবং তার চারকুলে কেউ নেই। তিনি তার সকল সম্পত্তির মালিক। এই সম্পত্তি খরচ করার মত সময় নেই তার এই বয়সে। এক পা কবরে যায় যায় অবস্থা! তিনি একটি চ্যারিটি খুলতে চান এবং সেটা বাংলাদেশের মত মধ্যম উন্নত দেশগুলোর দরিদ্র মানুষের পিছনে ব্যয় করতে চান। এই চ্যারিটি গঠনে জনাব মোসাদ্দেক-এর প্রত্যক্ষ ভূমিকা প্রয়োজন। আর সেই সাথে মোসাদ্দেক একটা ভাল অংকের পারিশ্রমিকও পাবে।"
এই বার্তা পেয়ে মোসাদ্দেকের খুশি আর ঠেকায় কে! প্রায় সপ্তাহ খানেক এই বার্তা আদান-প্রদান হতে থাকে। এর মঝে ভদ্র মহিলাটি তার শারীরিক অবস্থা জানাতে থাকে। প্রমাণ স্বরূপ কিছু স্থির চিত্রও বার্তা-এর সাথে পাঠিয়ে থাকে। মোসাদ্দেকের মনে প্রথমে হালকা সন্দেহ থাকলে, পরবর্তীতে স্থির চিত্র গুলো পাওয়ার পর সন্দেহ চলে যায়।
হঠাৎ একদিন ভদ্র মহিলা তার অবস্থা খুব খারাপের দিকে যাচ্ছে বলে বার্তা পাঠায় এবং চ্যারিটি গঠনের সকল প্রক্রিয়া দ্রুতই শেষ করতে চায়। যেহেতু চ্যারিটি গঠনে প্রয়োজনীয় দলিল-দস্তাবেজ(ডকুমেন্ট)-এর প্রয়োজন। তাই সেগুলো পাঠানোর জন্য যে সার্ভিসটি ব্যবহার করবে সেটার জন্য অগ্রিম ডলার প্রয়োজন। আর সেটা মোসাদ্দেককেই দিতে হবে। মোসাদ্দেক কিছু না বুঝেই ডলার পাঠিয়ে দেয়। এবং কোন দলিল-দস্তাবেজের খবরও আসে না। ভদ্র মহিলাকে বিষয়টি জানানোর পর সে কিছু সময় চায় এবং জানায়, দস্তাবেজগুলো আইনি জটিলতায় আটকে গেছে এবং এগুলো ছাড়াতে আরও টাকার প্রয়োজন। আর মহিলার সব টাকা ব্যাংকে থাকায় সেই টাকা এই আইনি জটিলতায় আটকে গেছে। মোসাদ্দেকের আরও টাকা দিতে হবে এই বিষয়টিতে সাহায্য করার জন্য। মোসাদ্দেক মানবিক দিক দিয়ে চিন্তা করে আত্নিয়-স্বজনের কাছ থেকে ধার করে আরও ডলার পাঠিয়ে দেয়। আর এভাবেই আরও কয়েক ধাপে ডলার পাঠানোর পর, হঠাৎ ভদ্র মহিলা যোগাযোগ বন্ধ করে দেন। মোসাদ্দেক ধরে নিয়েছিল মহিলাটি হয়টা মারা গেছেন তাই আর যোগাযোগ করতে পারেন নি। কেননা, শেষের কয়েকটি বার্তায় মহিলাটি তার অবস্থার অবনতির বিষয়গুলো সময়ে সময়ে তুলে ধরত।
মোসাদ্দেক এদিকে ধার চুকাতে ব্যাস্ত আর ভদ্র মহিলার পরিণতির জন্যও সে সৃষ্টিকর্তার কাছে দোয়া করতে থাকে।
গল্পটা একটা আনন্দ বার্তা দিয়ে শুরু হলেও শেষটাতে দুঃখের পরিণতি।
এখন অনেকের সাথেই হয়ত ঘটনার কিছু অংশ মিলে যেতে পারে! এটা টিভি-সিরিয়ালের মত অবাস্তব ঘটনা নিয়ে লেখা না। গল্পটা বাস্তব এবং গল্পের পিছনের ঘটনাটি কাল্পনিক।
আসলে অস্টিকা নামের ভদ্র মহিলা একজন স্ক্যামার। এবং মোসাদ্দেক এই স্ক্যামারের দ্বারা ভুক্তভোগী সহজসরল একজন মানুষ। মোসাদ্দেক হয়ত কখনও জানবেও না অস্টিকা নামের কেও আসলে তার সাথে কোনো দিন যোগাযোগই করেনি।
আমরা যেন এরকম অস্টিকা নামের স্ক্যামার থেকে সতর্ক থাকতে পারি সে জন্যই আজকের এই গল্পটি শেয়ার করা যা অনেকের সাথে আংশিক হলেও মিলে যাবে!
তাই এরকম ঘটনা থেকে সচেতন থাকতে আপনাকে যা করতে হবেঃ
১/ অপরিচিত কারও পাঠানো কোনো বার্তা সহজে বিশ্বাস করবেন না।
২/ যদি মনে হয় বার্তাটি বিশ্বাস করা উচিত তবে আগে বিষয়টি নিয়ে ঘাটাঘাটি করে দেখন।
৩/ কোনো ব্যক্তি যদি কোন বড় কোম্পানি-এর প্রতিনিধি হিসেবে দাবি করে, তাহলে আদৌ তিনি সেই কোম্পানির কিনা সেটা কোম্পানির সাথে যোগাযোগ করে নিশ্চিত হয়ে নিন।
৪/ কোনো বেনামি আইটি কোম্পানি/ সাধারণ কোম্পানি আপনার সাথে কোনো ডিলে যেতে চাইলে তাদের সম্পর্কে জানুন। অনলাইনে কোনো তথ্য না থাকলে বিভিন্ন অনলাইন ফোরাম যেমনঃ রেডিট - এ পোষ্ট করে জেনে নিন।
৫/ টাকা পয়সার লেনদেনের বিষয়ে সতর্ক থাকুন।
৬/ উপরের ঘটনার সাথে মিল রেখে কেউ যদি আপনাকে বার্তা পাঠায় তবে সেটা মুছে ফেলুন পড়ার সাথে সাথে। রিপ্লাই করার দরকার নাই।
আশা করি সচেতনতাই আপনাকে স্ক্যামের হাত থেকে রক্ষা করতে পারবে।
আমি উপরের মত ঘটনার একটা কেস স্টাডি করে স্ক্যামারের সন্ধান পেয়েছিলাম যার লোকেশন ছিল চট্টগ্রাম। অর্থাৎ, যারা আমদের সাথে এই স্ক্যামিকগুলো করে তারা আমাদেরই আশেপাশের মানুষ। হয়ত পরিচিত না, অপরিচিত! তবে আমাদের ভাষাভাষী! কেননা আমেরিকা, ক্যানাডার মত জায়গার স্ক্যামাররা আমাদের মত মানুষের কাছ থেকে যে টাকা পয়সা হাতাতে পারবে সেই সময় ব্যয় করে নিজের দেশে বসে সৎ কর্ম করে আরও বেশি টাকা উপার্জন করতে পারবে। এর মানে এই না এই সব দেশে স্ক্যামার নাই। মূলত তাদের লিস্টের মধ্যে আমরা পড়িনা!

৩টি মন্তব্য:

  1. Online Casino Review | Canada Casino | Top 5 - Casinoworld
    This online casino is available in Canada. Canada 우리카지노 쿠폰 has one 온카지노 of the biggest online gambling markets in the world, and it's safe to say クイーンカジノ that Canada

    উত্তরমুছুন
  2. Casinos Near Casinos Near Harrah's Casino Atlantic City, NJ - MapYRO
    Find the 파주 출장마사지 best casinos near 춘천 출장안마 Harrah's 당진 출장안마 Casino Atlantic City, NJ near Atlantic City using 안성 출장마사지 Mapyro 용인 출장마사지 - Casinos Near Me. Mapyro - Casinos Near Me.

    উত্তরমুছুন